Chokher Bhasa Jodi Bujhte Pari Lyrics (চোখের ভাষা যদি) Geet Sangeet
Chokher Bhasa Jodi Bujhte Pari Lyrics from Geet Sangeet :
Chokher Bhasa Jodi Bujhte Pari Song Is Sung by Kumar Sanu And Anuradha Paudwal from Geet Sangeet Bengali Movie. Music Composed by Mrinal Bandopadhyay. Chokher Bhasa Jodi Bujhte Pari Lyrics Written by Lila Chowdhury.
Geet Sangeet Bengali Movie Cast : Abhishek Chatterjee, Chumki Chowdhury, Rina Chowdhury, Ranjit Mullick, Subhendu Chatterjee, Savitri Chatterjee, Anup Kumar, Rabi Ghosh And Others.
Song : Chokher Bhasa Jodi Bujhte Pari
Movie : Geet Sangeet (1994)
Singer : Kumar Sanu & Anuradha Paudwal
Music Director : Mrinal Bandopadhyay
Lyrics : Lila Chowdhury
Director : Subhash Sen
Writer : Anjan Choudhury
Label : Angel Bengali Songs
Chokher Bhasa Jodi Bujhte Pari Song Lyrics In Bengali :
চোখের ভাষা যদি বুঝতে পারি
না বলা কথা যদি শুনতে পারি,
চোখের ভাষা যদি বুঝতে পারি
না বলা কথা যদি শুনতে পারি,
তবে করিনি তো ভুল আমি এক চুল
তুমি যে আমার ওগো তুমি যে আমার,
তুমি আমার, তুমি আমার
তুমি আমার, তুমি আমার।।
প্রেমের ভাষা সে যে একটি ভাষা
ভালোবাসা শুধু ভালোবাসা,
প্রেমের ভাষা সে যে একটি ভাষা
ভালোবাসা শুধু ভালোবাসা,
এ যে স্বর্গের ফুল এতে নেই কোন ভুল
তুমি যে আমার ওগো তুমি যে আমার,
তুমি আমার, তুমি আমার
তুমি আমার, তুমি আমার।।
যে কথা জানাও তুমি চোখের ভাষায়
আমার সে কথাগুলি গান হয়ে যায়,
যে কথা জানাও তুমি চোখের ভাষায়
আমার সে কথাগুলি গান হয়ে যায়,
আমি গান গেয়ে তাই সবারে জানাই
তুমি যে আমার ওগো তুমি যে আমার
তুমি আমার, তুমি আমার
তুমি আমার, তুমি আমার।
চোখের ভাষা যদি বুঝতে পারি
না বলা কথা যদি শুনতে পারি,
তবে করিনি তো ভুল আমি এক চুল
তুমি যে আমার ওগো তুমি যে আমার,
তুমি আমার, তুমি আমার
তুমি আমার, তুমি আমার।।
চোখের ভাষা যদি বুঝতে পারি লিরিক্স :
Chokher bhasha jodi bujhte pari
Na bola kotha jodi shunte pari
Tobe korini toh bhul ami ek chul
Tumi je amar ogo tumi je amar
Premer bhasa se je ekti bhasa
Valobasha shudhu valobasha
E je swarger phul ete nei kono bhul
Je kotha janao tumi chokher bhasay
Amar se kothaguli gaan hoye jaay
Ami gaan geye tai sobare janai
Tumi je amar ogo tumi je amar
Tumi amar...
অভিষেক চ্যাটার্জী, চুমকি চৌধুরী ও রিনা চৌধুরী অভিনীত গীত সংগীত বাংলা সিনেমার গান চোখের ভাষা যদি বুঝতে পারি গানটি গেয়েছেন কুমার সানু ও অনুরাধা পৌডওয়াল। গানটির সুর দিয়েছেন মৃনাল বন্দ্যোপাধ্যায়। চোখের ভাষা যদি গানের লিরিক্স লিখেছেন লীলা চৌধুরী।