Eka Chilam Chilam Valo Lyrics (একা ছিলাম ছিলাম ভালো) Dipra | Durjoy

Eka Chilam Chilam Valo Lyrics by Dipra And Durjoy




Eka Chilam Chilam Valo Lyrics by Dipra And Durjoy Brothers. Music Composed by And Eka Chilam Chilam Valo Song Lyrics Written by Hasan Motiur Rahman.

Eka Chilam Chilam Valo Song Credits :

Song Name : Eka Chilam Chilam Valo
Singer : Dipra And Durjoy Brother
Keyboard : Pavel 
Bass : Dipu
Mandolin : Anando
Parkashan : Ujjal Bhattacharyya
Sound : Shovon Ahmed
Direted by : Anish Rahman
Telecast : Nagorik Music

Eka Chilam Chilam Valo Lyrics In Bengali :

একা ছিলাম ছিলাম ভালো ছিল নাতো জ্বালা
তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা,
একা ছিলাম ছিলাম ভালো ছিল নাতো জ্বালা
তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা,
ও তুমি কার দেখা পাইয়া, গেলা আমায় ভুলিয়া
তুমি কার দেখা পাইয়া, গেলা আমায় ভুলিয়া,
বুঝিনা কেন নিষ্ঠুর হলে
ভাসাইয়া আমায় চোখের জলে, বন্ধুরে 
ভাসাইয়া আমায় চোখের জলে। 

পিরিতি শিখাইয়া ভাবে তে মজাইয়া 
পিরিতি শিখাইয়া ভাবে তে মজাইয়া 
আজও এলে না ফিরে,
ভাসাইয়া আমায় চোখের জলে, বন্ধুরে 
ভাসাইয়া আমায় চোখের জলে। 

ওরে নদীর ধারে গিয়ে তুমি শপথ করেছিলে
ভুলিবেনা মোরে কভু এই জীবনও গেলে,
নদীর ধারে গিয়ে তুমি শপথ করেছিলে
ওরে ভুলিবেনা মোরে কভু এ জীবনও গেলে,
ও আমি কোনখানে যাবো, গেলে তোমারে পাবো 
আমি কোনখানে যাবো, গেলে তোমারে পাবো,
বুঝিনা কেন নিষ্ঠুর হলে,
ভাসাইয়া আমায় চোখের জলে, বন্ধুরে 
ভাসাইয়া আমায় চোখের জলে। 

একা ছিলাম ছিলাম ভালো ছিল নাতো জ্বালা
তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা,
ও তুমি কার দেখা পাইয়া, গেলা আমায় ভুলিয়া
তুমি কার দেখা পাইয়া, গেলা আমায় ভুলিয়া,
বুঝিনা কেন নিষ্ঠুর হলে
ভাসাইয়া আমায় চোখের জলে, বন্ধুরে 
ভাসাইয়া আমায় চোখের জলে। 

Eka Chilam Chilam Valo Lyrics In English : 

Eka chilam chilam bhalo
Chilo na toh jwala
O tumi kar dekha paiya
Gela amay bhuliya
Bujhina keno nishthur hole
Bhashaiya amar chokher jole

Piriti shikhaiya vabete mojaiya
Aajo ele na phire
Vashaiya amar chokher jole

Ore nodir dhare giye tumi 
shopoth korechile
Bhulibena more kobhu e jibono gele
O ami konkhane jabo gele tomare pabo
Bujhina keno nishthur hole
Bhashaiya amar chokher jole
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url