Akash Chhnuye Asi Lyrics (আকাশ ছুঁয়ে আসি) Mekhla Dasgupta
Akash Chhnuye Asi Lyrics by Mekhla Dasgupta Bengali Song. Music Composed by Banikantha Saha. Akash Chhnuye Asi Song Lyrics Written by Sohodeb Saha. Song Mixing And Mastering by Soumen Paul.
Akash Chhnuye Asi Song Details :
Song Name : Akash Chhnuye Asi
Singer : Mekhla Dasgupta
Music : Banikantha Saha
Lyrics : Sohodeb Saha
Music Design : Partha Paul
Audio Studio : Gaanbajna Musik Garage
Recordist : Soumen Paul
Audio Recording Photo And Video : Tirath Bindra
DOP, Edit And Colour : Sutirtha Samanta
Asst DOP : Subhadip Majumder
Poster : Third Eye Entertainment And Media
Audio Label : World of Mekhla
Akash Chhnuye Asi Lyrics In Bengali :
চলো যাই আকাশ ছুঁয়ে আসি
চলো যাই মেঘের সাথে ভাসি,
চলো যাই আকাশ ছুঁয়ে আসি
চলো যাই মেঘের সাথে ভাসি,
চলো দেখি ঘাসের ঠোঁটে
শিশির কণার হাসি,
চলো দেখি ঘাসের ঠোঁটে
শিশির কণার হাসি,
চলো আবার,
নতুন করে বলি ভালোবাসি,
চলো আবার
নতুন করে বলি ভালোবাসি,
চলো যাই আকাশ ছুঁয়ে আসি।।
এই বদ্ধ জীবন, স্তব্ধ সময়
আর ভালো লাগে না,
স্বপ্ন দেখার ইচ্ছে গুলো
আর মনে জাগে না ..
এই বদ্ধ জীবন, স্তব্ধ সময়
আর ভালো লাগে না,
স্বপ্ন দেখার ইচ্ছে গুলো
আর মনে জাগে না।
হৃদয় কে ছোঁয় না হৃদয়
থেকেও পাশাপাশি,
চলো যাই আকাশ ছুঁয়ে আসি
চলো যাই মেঘের সাথে ভাসি,
চলো যাই আকাশ ছুঁয়ে আসি।।
সেই রোদে পোড়া বৃষ্টি ভেজা অভিমানী মনে
লাগে না আর খুশির দোলা দেখার শিহরণে,
সেই রোদে পোড়া বৃষ্টি ভেজা অভিমানী মনে
লাগে না আর খুশির দোলা দেখার শিহরণে।
সেই আগের মতো আছে তাড়া
আর তুমি বলো না,
আমায় আরও কাছে পেতে
করো না ছলনা।
সেই আগের মতো আছে তাড়া
আর তুমি বলো না,
আমায় আরও কাছে পেতে
করোনা ছলনা।
বলো না তুমি আমায়
গল্প রাশি রাশি ..
চলো যাই আকাশ ছুঁয়ে আসি
চলো যাই মেঘের সাথে ভাসি,
চলো দেখি ঘাসের ঠোঁঠে
শিশির কণার হাসি,
চলো আবার,
নতুন করে বলি ভালোবাসি,
চলো আবার,
নতুন করে বলি ভালোবাসি।।
Akash Chhnuye Asi Lyrics In English :
Cholo jai akash chuye ashi
Cholo jai megher sathe bhasi
CHolo dekhi ghaser thote
Shishir konar haasi
Cholo abar notun kore valobashi
Ei boddho jibon stobdho somoy
Aar bhalo laage na
Shopn dekhar icche gulo
Aar mone jaage na
Hridoy ke choye na hridoy
Thekeo pashapashi
Cholo jai akash chnuye ashi
Sei rode pora bristi veja obhimani mone
Laage na aar khushir dola dekhar shihorone
Sei ager moto ache tara
Aar tumi bolo na
Amar aaro kache pete
Korona cholona
Bolona tumi amar golpo rashi rashi
Cholo jai akash chhnuye ashi